VRUM Member Registration Form

বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ

(সামাজিক সংগঠন ও এন.জি.ও)/ রেজিস্ট্রেশন নম্বর: S0011005 of 2019-2020 /সদস্য রেজিস্ট্রেশন ফর্ম (যায় অন্য রাজ্যত বা বিদেশত থাকেন সগারে জন্যে এই ফর্ম)/ *Data provided by you will remain safe and secure.
Upload profile photo*
Acceptance / শপথ বাক্য :- মুই শপথ নেছঙ যে - 1) মুই আজি থাকি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর একজন সদস্য হিসাবে মঞ্চের সমস্ত নিয়ম নীতি বিধি নিষেধ মানি চলিম । 2) মঞ্চের বিধির বিরোধি বা অসমর্থন যোগ্য কুনো আচরণ বা গর্হিত কাজ করিম না। 3) মঞ্চের পরিপন্থি কিছু করিলে মঞ্চের নিয়ম বিধি অনুসারে কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা নিবার পারিবে। 4) কুনো অনৈতিক কার্যকলাপ করিলে তার আইনি বা আর্থিক দায়িত্ব মোর উপর বর্তাবে মঞ্চ এই দায়িত্ব নিবে না। 5) সর্বোপরি দেশের আইন তথা সংবিধান মানি চলিয়া সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি মানি চলিম। 6) সরাসরি বা ঘুরিফিরি কোন রাজনৈতিক দলের মতাদর্শক এই মঞ্চত তুলি ধরার চেষ্টা করিম না বা কোন রাজনৈতিক দলের মতাদর্শক দিয়া এই মঞ্চক পরভাবিত করার চেষ্ট করিম না। 7) এই মঞ্চের কোন কমিটিত বা কোন গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্বত থাকিয়াও ভবিষ্যতত সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হইলে মুঈ নিজ ইচ্ছায় কমিটিত বা ঐ পদত বা ঐ দায়িত্বত থাকিম না। 8) মুই সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে এই শপথ বাক্য পাঠ করিলুঙ এই শপথ বাক্য সম্পূর্ণ বুঝির পালুঙ আর নিজে এই বিধি মানি চলির তানে বাইধ্য থাকিলুঙ। বিঃদ্রঃ এই শপথ বাক্যর যে কোনো সংশোধন বা সংযোজন আগত রেজিস্ট্রেশন করা সৌগ সদস্যলার জন্যে প্রযোজ্য হৈবে।
Show privacy policy