বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ (Viswa Rajbanshi Unnayan Mancha)
লক্ষ্য:-
আর্থ-সামাজিক,সাংস্কৃতিক ও ঐতিহ্যের উন্নতির মাধ্যমে বৃহত্তর কোচ-রাজবংশী জনজাতির সামগ্রিক উন্নতি।
উদ্দেশ্যঃ-

বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ
সৌগ শাখা সংগঠন থাকি কেন্দ্রীয় কমিটির মাড়েঞা, গড়েঞা সহ সাধারণ সদস্যলার জন্যে শপথ বাক্য
1) মুই আজি থাকি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ র একজন সদস্য হিসাবে মঞ্চের সমস্ত নিয়ম নীতি বিধি নিষেধ মানি চলিম ।
2) মঞ্চের বিধির বিরোধি বা অসমর্থন যোগ্য কুনো আচরণ বা গর্হিত কাজ করিম না।
3) মঞ্চের পরিপন্থি কিছু করিলে মঞ্চের নিয়ম বিধি অনুসারে কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা নিবার পারিবে।
4) কুনো অনৈতিক কার্যকলাপ করিলে তার আইনি বা আর্থিক দায়িত্ব মোর উপর বর্তাবে মঞ্চ এই দায়িত্ব নিবে না।
5) সর্বোপরি দেশের আইন তথা সংবিধান মানি চলিয়া সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি মানি চলিম।
6) সরাসরি বা ঘুরিফিরি কোন রাজনৈতিক দলের মতাদর্শক এই মঞ্চত তুলি ধরার চেষ্টা করিম না বা কোন রাজনৈতিক দলের মতাদর্শক দিয়া এই মঞ্চক পরভাবিত করার চেষ্ট করিম না।
7) এই মঞ্চের কোন কমিটিত বা কোন গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্বত থাকিয়াও ভবিষ্যতত সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হইলে মুঈ নিজ ইচ্ছায় কমিটিত বা ঐ পদত বা ঐ দায়িত্বত থাকিম না।
8) মুই সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে এই শপথ বাক্য পাঠ করিলুঙ এই শপথ বাক্য সম্পূর্ণ বুঝির পালুঙ আর নিজে এই বিধি মানি চলির তানে বাইধ্য থাকিলুঙ।
বিঃদ্রঃ এই শপথ বাক্যর যে কোনো সংশোধন বা সংযোজন আগত রেজিস্ট্রেশন করা সৌগ সদস্যলার জন্যে প্রযোজ্য হৈবে। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সৌগ সদস্যক অনলাইন মেম্বার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
This video is about Sangachhadhwam Samvadadhwam, taken from Rig Veda.
তোমরা একটে হও, তোমরা কথা কও, তোমরা একে অন্যের মনক জানো । তোমারলার মন্ত্র এক, সিদ্ধি এক, চিত্ত এক হউক । তোমারলার মন এমনই সমান হউক যাতে তোমারলার মিলন সুন্দর হয় ।
