About

বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ (Viswa Rajbanshi Unnayan Mancha)

(সংস্থার সদস্য,সাধারণ মানুষি ও স্বেচ্ছাসেবী সংস্থা/ব্যক্তির আর্থিক অনুদানে পরিচালিত স্বনির্ভর সংস্থা)
 
 “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” ফেসবুক গ্রুপ থাকি বিতা ২০১৬ সাল থাকি  সামাইন্য কিছু মানবিক কাম করা হইছে। কামের সাথোতে দরকার আছে গোটায় কোচ-রাজবংশী- কামতাপুরী জাতিক  এক করা। সেই বাদে ফেসবুক গ্রুপ থাকি সামাজির সংস্থা আরোহ্ এনজিও তৈরি করা হইছে।
 
পত্থমে উত্তরবঙ্গের সৌগ জেলার আগ্রহী মানসিলাক নিয়া ব্লক মহাকুমা ও জেলা কমিটি তৈরি করা হছে। সৌগ জাতি দরদিয়া মানষিরঠে সংস্থা, এনজিওর  সদস্য হয়া জাতির জইন্যে কাম করিবার আটুশ থাকিল।
 
নিচা আসাম, উত্তরবঙ্গ আরোহ্ বগলের বিহারের সংখ্যাগরিষ্ঠ ও বৃহত্তম জনগোষ্ঠী হইল রাজবংশী। কুন কুন জাগাত বসবাস করা ৬৫% থাকি ৭০% মানষি রাজবংশী হলেও সহজ-সরল স্বভাব, শিক্ষা সচেতনতার অভাবের সাথোতে আর্থিক ও রাজনৈতিক সচেতনতার অভাবের কারণে পাছে পড়ির ধরিছে। সাথোতে ১৯৪৭ সালের দ্যাশভাগের সমাই ভৌগোলিক ভাবে জাতিটা ভেইল্লা অংশে ভাগ হয়া পড়ে। একেই সাথে আজি পর্যন্ত বগলের দ্যাশগিলা থাকি আইস্যা মানষির ভিড় এঠেকার রাজবংশী জাতির আর্থিক-সামাজিক দুর্গতি বাড়ে তুলিছে।
 
আর্থিক-রাজনৈতিক বঞ্চনা বর্তমান সমাইতও সৌগ ক্ষেত্রত  ক্রমশঃ বাড়িবার নাগিছে । “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” কুন প্রকার জাতি-ধর্ম-বর্ণের প্রতি বিদ্বেষ না ছড়েয়া নিজের অন্তর মূল্যায়ন ও সচেতনতা মইধ্য দিয়া উত্তরণের প্রচেষ্টা।
 

লক্ষ্য:-

 আর্থ-সামাজিক,সাংস্কৃতিক ও ঐতিহ্যের উন্নতির মাধ্যমে বৃহত্তর কোচ-রাজবংশী জনজাতির সামগ্রিক উন্নতি।

উদ্দেশ্যঃ-

 ১) আর্থিক উন্নতিঃ- দ্যাশ ভাগের আগোত এঠেকার ভূমিপুত্রলার হাতত মোট সম্পত্তির ৯০ শতাংশের বেশি ছিল। আর বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিত ভূমিপুত্রের বড় অংশ রাজবংশী জাতির ৮০ শতাংশের বেশি মানষি দারিদ্র্যসীমানার নিচত পড়ি আছে। রাজবংশীসহ ভূমিপুত্রলার অবস্থার এই পতন থাকি  তলত্থি অঠের বাদে ভেইল্লা উদ্যোগ নেওয়া হবে।
ক) কিষাণলার বাদে প্রশিক্ষণ, আধুনিক পদ্ধতিত চাষবাস ও সহজ ও কম সুদে ঋণের ব্যবস্থা করা। সাথোতে দক্ষ শ্রমিক তৈয়ারিতেও জোড় দেওয়া)
খ) কুটির শিল্পের জন্য প্রশিক্ষণ, খোঁজখবর আরো তৈরি করা জিনিসের বাজারে ব্যবস্থা করা।
গ) ছোট ছোট ব্যবসাত উৎসাহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
ঘ) সংস্থার নিজস্ব সমবায় তৈরি করা জাতে কৃষি শিল্প ও ব্যবসাত সহজ ও কম সুদে ঋণের ব্যবস্থা করা যায়।
 
 ২)সাহাইয্য:- আর্থিক দৈন্যদশার  কারণে অভাবি দুখি মানষির ভিড় রাজবংশী সমাজত সবসাইতে বেশি। এছাড়াও খালি আর্থিক কারণে অগুনতি রাজবংশী পড়ুয়া, খেলটুক  হারেয়া যাছে পত্তি বছর। নানান কারণে আর্থিক ও অইন্যান্য দরকারে অসহায় মানষির পাছোত VRUM (Viswa Rajbanshi Unnayan Mancha) সৌগ সমাই আগেয়া আসিবে।
 
 ৩)হারেয়া যাবার ধরা সংস্কৃতির চর্চাঃ- কোচ-রাজবংশী জাতির নিজস্ব  সংস্কৃতি স্বতন্ত্র আরোহ্ উৎকর্ষ হলেও সঠিক চর্চা আরো অবহেলা বাদে আজি বিলুপ্ত হবার ধরিসে। সেইজইন্যে ঐতিহ্যপূর্ণ চুন্নি, মেছেনি মনশিক্ষা,পালাটিয়া, বিষহড়ি তুক্ষা, কুষাণের সাথোতে ভাওয়াইয়া গান, নাচের প্রশিক্ষণ, চর্চা, প্রচারের সাথোতে আধুনিক করি তুলা। অইন্যপাখে ভোজনপ্রিয় রাজবংশী সমাজের খাইদ্য বা খরাগও বৈচিত্র্যময়। আর ঠাকুরদেবতার পূজা, পার্বণ উৎসবও বেলেক ধরনের। এই বৈচিত্র্যময় সংস্কৃতির পুনজাগরণের সুযোগ তৈরি করা।
 
৪)ঐতিহ্য রক্ষাঃ- ক) ঐতিহাসিক জাগা, জমি ও নিদর্শন যেমন রাজা বা জমিদার বাড়ি, মন্দির, দিঘি, হাসপাতাল, বাগান ইত্যাদি সংরক্ষণ এবং আধুনিকীকরণের জইন্যে ট্রাস্ট গঠন, প্রশাসনের নজরত আনা। 
খ)স্থানীয় ভিত্তিতে ধর্মীয় উৎসব, পার্বণে হারেয়া যাবার ধরা  সংস্কৃতির প্রদর্শনের ব্যবস্থা করা।
 
৫) প্রতিভার বিকাশঃ- আর্থিক সহযোগিতা ছাড়াও মেধা আরোহ প্রতিভার বিকাশের বাদে খেলটুক আর পড়ুয়াগিলাক দরকারি সৌগ প্রকার সহযোগিতা করা৷
 
৬) চাকরির প্রশিক্ষণঃ- সরকারি আরোহ বেসরকারি চাকরির খবরাখবর দেওয়া সহ চাকরি উপযোগী করি তুলির বাদে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
 
৭) সম্মাননাঃ- জাতি আরোহ সমাজের মান বাড়াইছে বা বাড়েবার ধৈরচে এমন দক্ষ খেলটুক, পড়ুয়া থাকি আরাম্ভ করি সফল কিষাণ, শ্রমিক ও ব্যবসায়িক বা, অইন্য কুন ক্ষেত্রত ভাল্ কাম করিলে VRUM এর (Viswa Rajbanshi Unnayan Mancha) পক্ষ থাকিয়া যথাযথ সম্মাননা দেওয়া আরোহ্ সাথোতে কৃতিত্ব তোলত্থি ধরা।
 
৮) অন্যায়ের প্রতিবাদঃ- সমাজোত ঘটি চলা অন্যায়-অইত্যাচার, সম্মানহানিকর ঘটনা প্রশাসনের নজরত আনা। আরোহ কিছু ক্ষেত্রে দরকার পড়িলে আইনানুগ ব্যবস্থা গ্রহন; প্রতিবাদ বা প্রতিরোধও গড়ি তুলা।

বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ

 সৌগ শাখা সংগঠন থাকি কেন্দ্রীয় কমিটির  মাড়েঞা, গড়েঞা সহ সাধারণ সদস্যলার জন্যে শপথ বাক্য

1) মুই আজি থাকি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ র একজন সদস্য হিসাবে মঞ্চের সমস্ত নিয়ম নীতি বিধি নিষেধ মানি চলিম ।
2) মঞ্চের বিধির বিরোধি বা অসমর্থন যোগ্য কুনো আচরণ বা গর্হিত কাজ করিম না।

3) মঞ্চের পরিপন্থি কিছু করিলে মঞ্চের নিয়ম বিধি অনুসারে কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা নিবার পারিবে।
4) কুনো অনৈতিক কার্যকলাপ করিলে তার আইনি বা আর্থিক দায়িত্ব মোর উপর বর্তাবে মঞ্চ এই দায়িত্ব নিবে না।
5) সর্বোপরি দেশের আইন তথা সংবিধান মানি চলিয়া সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি মানি চলিম।
6) সরাসরি বা ঘুরিফিরি কোন রাজনৈতিক দলের মতাদর্শক এই মঞ্চত তুলি ধরার চেষ্টা করিম না বা কোন রাজনৈতিক দলের মতাদর্শক দিয়া এই মঞ্চক পরভাবিত করার চেষ্ট করিম না।
7) এই মঞ্চের কোন কমিটিত বা কোন গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্বত থাকিয়াও ভবিষ্যতত সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হইলে মুঈ নিজ ইচ্ছায় কমিটিত বা ঐ পদত বা ঐ দায়িত্বত থাকিম না।
8) মুই সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে এই শপথ বাক্য পাঠ করিলুঙ এই শপথ বাক্য সম্পূর্ণ বুঝির পালুঙ আর নিজে এই বিধি মানি চলির তানে বাইধ্য থাকিলুঙ।

বিঃদ্রঃ এই শপথ বাক্যর যে কোনো সংশোধন বা সংযোজন আগত রেজিস্ট্রেশন করা সৌগ সদস্যলার জন্যে প্রযোজ্য হৈবে। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সৌগ সদস্যক অনলাইন মেম্বার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
This video is about Sangachhadhwam Samvadadhwam, taken from Rig Veda.
তোমরা একটে হও, তোমরা কথা কও, তোমরা একে অন্যের মনক জানো । তোমারলার মন্ত্র এক, সিদ্ধি এক, চিত্ত এক হউক । তোমারলার মন এমনই সমান হউক যাতে তোমারলার মিলন সুন্দর হয় ।

Sangachhadhwam Samvadadhwam
Samvo-manaansi Jaanataam. aaaa
May we march forward with a common goal.
May we be open-minded and work together in harmony.
Samaano Mantrah Samiti samaanee,
Samaanam Manah sahachitta meshaam. aaaaaa
May our prayers be one.
 May we belong to one brotherhood.
Samaanee va Aakootih Samaanaa Hridayaani vah. (twice)
Samaanamastu vo Mano Yathaa vah Susahaasati. iiiiii
May our aspirations be harmonious.
May our minds be in unison.
May we strive to reduce disparity.
 
May we be bound in strong fellowship and unity.