মহেশ বিশ্বাস, কুচবিহারের জমির দালাল নিস্বার্থ ক্ষমা চায়া নিচে VRUM এর সদস্য পার্থ বর্মনের নিকট। Mahesh Biswas – Land Broker Coochbehar

বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্চর মানী সদস্য পার্থ বর্মনের ( পার্থ বর্মন কোচ রাজবংশী ) জমি সংক্রান্ত ব্যাপারত আজি দুপরা মহেশ_বিশ্বাসের (জমির দালাল) নিকট যায় VRUM এর অন্যান্য সদস্যলা। পার্থ বর্মনের যা (বায়নার টাকা) পাওনা ছিল সৌগ মিটি দেয় মহেশ বিশ্বাস, বিভিন্ন সমায় ফোনত অশ্লীল ভাষাত গালিগালাজ করা ও রাজবংশী জাত তুলি গালি দেওয়ার জন্যে নিস্বার্থ ক্ষমা চায়া নেয়।

মহেশ বিশ্বাস এটাও স্বীকার করে যে উয়ার এই অপকর্মের জন্যে উয়ায় খুবে লজ্জিত।

ঈশ্বরের কাছত মহেশ বিশ্বাস এটাও শপথ নিচে যে ভবিষ্যতে আর কোনোদিন রাজবংশী জাত তুলি গালিগালাজ করিবেনা, কাংওকো হেনস্থা বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিবে না।

Mahesh Biswas pardon letter
মহেশ বিশ্বাসের লিখিত ক্ষমা প্রার্থনা

যেহেতু মহেশ বিশ্বাস নিজের ভুল স্বীকার করি নিস্বার্থ ক্ষমা চায়া নিচে (লিখিত আকারে ও সই করি) আর ভবিষ্যতে এইনাকান কাজ থাকি বিরত থাকিবে ঈশ্বরের নিকট শপথ গ্রহণ করিচে ঐজন্যে এই ঘটনাত এটি খোনায় ইতি টানা হৈল্।

সগায় সজাগ থাকো, সংঘবদ্ধ থাকো, অধিকার সচেতন হন, অন্যায়ের বিরুদ্ধত খাড়া হন সাহস নিয়া – কাংও না কাংও পাশত থাকিবেই।

উপস্থিত VRUM এর সদস্যলাক দন্ডবৎ -👇

সংগ্রাম বর্মন, অনুকূল বর্মন, অসীম রায়, ভদ্রকুমার বর্মন, বিপ্লব রায়, ভাস্কর বর্মন, কুমার মৃদুল নারায়ণ, সৌমিত্র রায়, প্রমথেশ বর্মন, আরো ভাইল্লা জুনিয়ার সদস্য (নামলা কমেন্ট বক্সত ল্যখেন)

Vrum members
উপস্থিত VRUM সদস্যলা

1 thought on “মহেশ বিশ্বাস, কুচবিহারের জমির দালাল নিস্বার্থ ক্ষমা চায়া নিচে VRUM এর সদস্য পার্থ বর্মনের নিকট। Mahesh Biswas – Land Broker Coochbehar”

  1. Viswa Rajbanshi Unnayan Mancha /বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ এর নেওয়া স্টেপ এর ফলে 1 জন রাজবংশী মানুষ এর পাশাপাশি আজকে আরও 4জন আর্থিক ভাবে প্রতারিত অরাজবংশী মানুষ ( জমি কিনতে গিয়ে 420 চিটিংবাজির কেস)ও তাদের প্রাপ্য টাকা ফিরে পেল …….।

    যারা যারা টাকা ফিরে পেলো তাদের নাম :-

    Tarun Prasad Bhattacharyya
    Shubhankar Paul
    Shekhar Paul
    Dipak Barman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *