বিশ্ব ররাজবংশী উন্নয়ন মন্চর বছরকিয়া সাধারণ সভা অনুষ্ঠিত হৈল্ ১৩ই নভেম্বর ২০২২ কুচবিহার সাহিত্য সভা হলত। উপস্থিত ছিলেন সোনার কৈনা স্বপ্না বর্মন, বঙ্গরত্ন লক্ষ্মীকান্ত রায়, বিশিষ্ট রাজবংশী কামতাপুরী পরিচালক মানী তপন রায়, কোচবিহার রয়াল ফ্যামিলি সাকসেসর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানী কুমার মৃদুল নারায়ণ, বিশিষ্ট সমাজসেবী মানী কুমার জিতেন্দ্র নারায়ণ, মানী গিদাল সুজিত কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী মানী ডঃ কমল রায়, ভাওয়াইয়া প্রচারক মানীশ্যামলকান্তি রায় সহ আরো ভাইল্যা মানী গুনী মানষি।













বছরকিয়া সাধারণ সভাত বিতা দিনের কাজের পর্যালোচনা সহ আইসা দিনত কি কি কাজ করা হৈবে তার আলোচনা করা হৈচে সাথত বিভিন্ন জেলা কমিটি সম্প্রসারণ করা হৈচে। কোচ রাজবংশী কামতাপুরী সমাজের বিভিন্ন গুনীজনক সম্বর্ধনা প্রদানও করা হৈচে এই সভাত।
বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্চ এইবার বিশেষভাবে উদ্যোগ নিচে যাতে সমাজের মহিলা সম্প্রদায় আরো আগে আইসে।
অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব VRUM কোচবিহার ইউনিটের ছিল। অনুষ্ঠান সুষ্ঠভাবে হওয়ার জন্যে বিশেষ ধন্যবাদ থাকিল্ ডাঙোরিয়া সংগ্রাম বর্মন, বিপ্লব রায়, মনোজ কুমার বর্মন, সোমিত্র কুমার রায় সহ আরো ভাইল্যা ডাঙোরিয়া ডাঙোরিয়ানীক।