বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের বছরকিয়া সাধারণ সভা (AGM) আইস্যা ১৩ নভেম্বর ২০২২, দেওবার সকাল ১১টায় কোচবিহারে সাহিত্য সভার (Coochbehar Sahitya Sabha Hall) হলঘরত (সাগরদিঘির বগলত) অনুষ্ঠিত হবে।
A. বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সউগ অঞ্চল / ব্লক বা শাখা সংগঠনের সউগ মেম্বারগিলার হাজির হবার আটুশ থাকিল। সউগ অঞ্চল / ব্লক বা শাখা সংগঠনের গড়েয়া ও মাড়েয়াক অবশ্যই হাজির হবা খাবে, নাহলে প্রতিনিধি পাঠা খাবে।
B. বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কুন কমিটির সদস্য না হয়া থাকিলেও যে কুন হিদ্দের মানষি VRUMএর সদস্য হবার চালে অবশ্যই আসিবেন।
C. বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সউগ অঞ্চল / ব্লক বা শাখা সংগঠনের গড়েয়া / মাড়েয়ারঠে আটুশ সেই কমিটির সউগ মেম্বারগিলার নামের হালিচা VRUMএর গড়েয়া / মাড়েয়ারঠে খামখায় পাঠে দিবার আটুশ থাকিল।
এজেন্ডাঃ-
১। বিতা দিনের VRUM এর কামের মূল্যায়ন।
২। আইস্যা দিনের কামের পরিকল্পনা ঠিক করা।
৩। কেন্দ্রকমিটি পরিমার্জন
৪। জেলা ও ব্লক কমিটি গঠন
৫। বিবিধ