আজি বানেশ্বরত মানি পরেশ রায়ের (Sh. Paresh Roy) দান করা জমিত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর (Viswa Rajbanshi Unnayan Mancha) বানেশ্বর ইউনিটের (VRUM – Baneshwar Unit) অফিস নির্মানের কাজ শুরু হইল। উপস্থিত ছিল মানি অসীম রায়, মানি পার্থ বর্মন সহ আরো মানিগুনী সদস্যলা।

বানেশ্বর এর বট তলা এলাকাত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের অফিস ঘর করার জন্য এই জমি দান করিলেক মানী পরেশ রায়।
উল্লেখ্য কিছু দিন আগত কিছু দুষ্কৃতী মানসি এই এলাকার পরেশ রায় এর জমিত জবর দখল করে। পড়ে ওই পরিবারের পাশত দাঁড়ায় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ । ওই জমি পুনরায় ফিরি পাওয়ায় পরেশ রায় খুশি হয়া বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের (Viswa Rajbanshi Unnayan Mancha) অফিস ঘর করার জইন্য জমি দান করিলেক ।
সংঘটনের পক্ষ থাকি পার্থ বর্মন কৈল্ এই অফিস ঘর পত্তিটা কোচ রাজবংশী মানষির ব্যবহার এর জন্য খোলা থাকবে ও বিভিন্ন সামাজিক কাজ কর্ম এর জন্য ব্যবহার করির পারবে।
Good.