বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের তুফানগঞ্জ মহকুমা কমিটি গঠন হইল।

আজি ১৬ই জানুয়ারি, দেওবার, তুফানগঞ্জত ৪০ সদস্যক নিয়া বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের তুফানগঞ্জ মহকুমা কমিটি গঠন হইল। আজিকার সভাত সর্বসম্মতিতে সংগঠনের গড়েয়া আরোহ্ মাড়েয়া মনোনীত হন পিঙ্ক বর্মন আরোহ্ সমীর দাস। তুফানগঞ্জ মহকুমাত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সংগঠন তৈরী হওয়াতে আইস্যা দিনত VRUM তথা রাজবংশী জনজাতির বিভিন্ন উন্নয়নমূলক কাম  আরোহ্ সমস্যা সমাধান সুবিধা হবে। আজিকার সভাত হাজির আছিলো VRUMএর গড়েয়া অসিম রায়, ঢোকা গড়েয়া ভদ্র কুমার বর্মন ভান্ডারী পার্থ নাথ বর্মন সহ ভেইল্লা সদস্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *