ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনাত্ মৃত রঞ্জিত বর্মন এর পরিবারক সমবেদনা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ

বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের মাথাভাঙ্গা-২ নং ব্লক কমিটির পক্ষ থাকিয়া বিতা ১৩ই জানুয়ারী ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনাত্ মৃত রঞ্জিত বর্মন(লতাপাতা) এর বাড়িত যায়া দ্যাখা করি পরিবারটার পাশোত্ সব সময় থাকার আশ্বাস দেওয়া হয়।  মাথাভাঙ্গা-২ ব্লক কমিটির গড়েয়া ভাস্কর বর্মন জানান “পরিবারের গাবুর সদস্যের অকালে মরণ কঠিন পরিস্থিতি তৈরি হউছে! সমবেদনা জানেবার হয়তো ভাষা নাই!! কিন্তুক পরিবারটার পাশোত্ থাকি তো খানেক মনোবল দিবার পাই।”গতিতে উল্লেখ্য যে বিতা ১৩ই জানুয়ারী ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনাত্ মৃত ৯ ঝনের মইধ্যে ৫ঝনেই কোচবিহার জেলার। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *