আজি বিশ্বরাজবংশী উন্নয়ন মন্চর পক্ষ থাকি শীতলকুচিত কলেজ ছাত্রীর ধর্ষণকারীর শাস্তির দাবিতে রাস্তাত নামা হৈচিল। বিশ্ব রাজবংশী উন্নয়ন মন্চর কেন্দ্রীয় কমিটির সদস্য মানী পার্থ বর্মনের নেতৃত্বত এই আন্দোলনত বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী সহ অনেক কোচ রাজবংশী সমাজসেবক যুক্ত হৈচিল।
