আজি (13/04/2021) বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর ভাইল্লা সদস্য শীতলখুচি জোরপাটকি গেরামত ভোট চলাকালীন দুস্কৃতির গুলিত হত আনন্দ বর্মনের বাড়ি যায়া উমার বাড়ির সদস্যের পাশত থাকিয়া সমবেদনা জানাইল্। উপস্থিত ছিল পার্থ বর্মন, পরিতোষ বর্মন, অসীম রায় সহ আরো মেলা সদস্য।
