বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ NGO আরোহ্ সামাজিক সংগঠের হলদিবাড়ি ব্লক কমিটির জোগারত হলদিবাড়ি ব্লকের পশ্চিম হেনকুমারীর বাংলাদেশ সীমানার বগলের বামন পাড়ার গরিব কৃষকঘরের ডাক্তারীত পড়িবার সুযোগ পাওয়া পড়াটু শ্রীমান খোকন রায়ক সন্মাননা ও শুবাঞ্ছা দেওয়া হইল। সংগঠনের পক্ষ থাকিয়া পত্থমে রত্নগর্ভা মাও আর বাপোক হলদিয়া গামছা দিয়া বরণ করা হয়। VRUM এর পক্ষ থাকিয়া কুর্ণিষ জানায় এমন বাপ মাও যায় এতো আর্থিক প্রতিকূলতার বাঁধা ডিঙিয়া জমিনোত কাম করি, টোটো চালেয়াও বেটাক ভাল্ জাগাত পৌঁছে দেয়, নজির তৈয়ার সমাজের কাছোত, স্বপন দেওয়ায় আরো হাজারো খোকন তৈরি করির। লেখাপড়ার ফাকোতে জাগা জমিনের কাজোত হাত দিয়া, আর্থিক দরকারে পার্টটাইম কামকাজ করিয়া লেখাপড়ার ফাকোতে বাপ মাওক আর্থিক সাহা্ইয্য করা মেধাবী খোকনক হলদিয়া গামছা, ফুল দিয়া বরণ করি নেওয়া হয়। সংগঠনের পক্ষ থাকিয়া কিছু আর্থিক সাহাইয্য আরোহ্ মিস্টির প্যাকেটও পরিবারের হাতত তুলি দেওয়া হয়।
