মাথাভাঙ্গা 2নং বৌলপারি গেরামের নাবালিকা নারীর অপহরণের চেষ্টা ও দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশ কেস তুলি নিবার জন্যে ধমকির বিরুদ্ধে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর প্রতিবাদ মিছিল।

দশমীর দিন রাতিত মাথাভাঙ্গা 2 ব্লকের বৌলপরি গ্রামত দুই নাবালিকা নারীর কিডন্যাপের চেষ্টা ব্যর্থ করি দেয় এলাকাবাসী ও দুষ্কৃতী গুলাক পুলিশের হাতত তুলি দেয় যদিও এক দুষ্কৃতী পালে গেইছে এলাও পুলিশের হাতত ধরা পরে নাই।

এরপর থাকি শুরু হয় নাবালিকা চেংড়ি দুইটার বাড়ির লোকজনের ওপর কেস তুলি নিবার বাদে ধমকি ও এলাকাবাসীর ওপর নিষেধাজ্ঞা জারি হয় কুশিয়ার বাড়ি বাজারত যাবার পাবেন না দুষ্কৃতী গুলার মদতদারি গুলার পক্ষ থাকি।

এর প্রতিবাদে আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর পক্ষ থাকি নাবালিকা চেংড়ি দুইটার বাড়ির মানষির সাথত পাশত থাকার আশ্বাস দেওয়া হইল ও বৌলপরি থাকি কুশিয়ারবাড়ি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *