বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর নয়া সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সদস্যগণ।

“বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ”-এর সাংগঠনিক আরোহ্ সামাজিক সউগ কামকাজ আগেয়া নিগিবার বাদে আলিপুরদুয়ার জেলাত চাইরঝন কনভেনারক দায়িত্ব দেওয়া হইল। জেলার সউগ শাখা সংগঠনের প্রতিনিধি, সদস্য আরোহ্ জাতি দরদি মানষির মইধ্যে আলোচনা ও কেন্দ্র কমিটির গাইডনাইল মানি সিদ্ধান্ত নেওয়া আরোহ্ সমন্বয় রক্ষা করার পূর্ণ অধিকারী হবেন।

আলিপুরদুয়ার জেলা কনভেনার হালিচাঃ-
(১)নির্মল ইন্দু বর্মন (বাবুরহাট),
(২)রূপম সিংহ রায় (জটেশ্বর),
(৩)নেপোলিয়ন বর্মন (বারোবিসা,কুমারগ্রাম)
(৪)রঘু রায় (খগেনহাট)।

বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের নামে অপপ্রচার করা সদস্যলাক সাংগঠনিক কামকাজের দায়িত্বের বাইরত রাখা হইল।


দক্ষিণ দিনাজপুর জেলাত “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ”-এর কেন্দ্রীয় কমিটির কুন সদস্য না থাকায় সাংগঠনিক আরোহ্ সামাজিক সউগ কামকাজ আগেয়া নিগিবার বাদে দুইঝনক কনভেনারোক দায়িত্ব দেওয়া হোইল। জেলার সউগ শাখা সংগঠনের প্রতিনিধি,সদস্য আরোহ্ জাতি দরদি মানষির মইধ্যে আলোচনা ও কেন্দ্র কমিটির গাইডনাইল মানি সিদ্ধান্ত নেওয়া আরোহ্ সমন্বয় রক্ষা করার পূর্ণ অধিকারী হবেন।
দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনার হালিচাঃ-
(১)বিপ্লব সরকার, কুশমন্ডি
(২)পৃত্থিরাজ কুমার সরকার, ফুলবাড়ি,গঙ্গারামপুর

সগাকে আন্তরিক অভিনন্দন 💐💐

কেন্দ্রীয় কমিটি, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *