মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬ তম তিরোধান দিবস উপলক্ষে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ বঞ্চুকামারী অঞ্চল শাখার পরিচালনায় মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাক শ্রদ্ধাঞ্জলী, রক্তদান শিবির আয়োজন আরহ 17 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীলাক, দুই জন প্রতিভাবান খেলোয়াড়ক সম্বর্ধনা ও গাছের চারা দেওয়া হইল। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সৌগ সদস্যলার প্রতি কৃতজ্ঞ থাকিবে বঞ্চুকামারী অঞ্চল শাখা এই অনুষ্ঠানটাক সাফল্যের শিখরত নিয়া যাবার জন্যে।
