ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ড এর নাবালিকা ধর্ষণের ঘটনার বিরুদ্ধত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর পক্ষ থাকিয়া বিক্ষোভ মিছিল আরো থানাত ডেপুটেশন দেওয়া হইল, আর নাবালিকা পরিয়ালের একমাসের খাবার আরো আর্থিক সাহায্য করা হইল্।
যে যে শাখা থাকি আজি সদস্যলা উপস্থিত ছিল- কেন্দ্রীয় কমিটির, ময়নাগুড়ি শাখা কমিটি, ধনীরামপুর – 2, জটেশ্বর শাখা, মাগুরমারি – 2 শাখা, ফালাকাটা, আলিপুরদুয়ার শাখা সহ আরো ভাইল্যা শাখা কমিটি থাকি।