আজি উঃ দিনাজপুরের হেমতাবাদের ডেহুচি প্রাইমারী স্কুলের মাঠত আহ্বায়ক গোপীনাথ, নবকুমার, যোতিন দার সহযোগিতাত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর তরফ থাকি হেমতাবাদ ব্লক কমিটি গঠন করা হইল। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর তরফ থাকি উপস্থিত ছিল নারদ বর্মন ,ভদ্রকুমার বর্মন, মানবেন্দ্র বর্মন, কার্তিক বর্মন, আরও মেলা মানী গুনী মানষি।
