আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থাকি কালিয়াগঞ্জত ভালো নাম্বার পাওয়া ছাত্র ছাত্রী গিলাক সম্বর্ধনা দেয়া হইল।
সগাক অনেক হিয়া ভরা শুবাঞ্চা, তমরা আরো আগায়া যাও।
যে যে ছাত্রছাত্রীলাক সম্বর্ধনা দেওয়া হৈল্ আজি উমার নাম আর প্রাপ্ত নম্বর-

এই কর্মসূচিত উপস্থিত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর সদস্যলার নাম – Narad Barman, Nitish Ranjan Barman, Kush Barman, Kartick Barman (Raiganj thaki ). Rajkumar Barman , Bhadra Kr. Barman, Manabendra Barman, Animesh Debsharma, Hiren ch. Roy. (kaliyaganj thaki )