আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর বিধাননগর শাখা (দার্জিলিং) কমিটি গঠন হৈল্। কেন্দ্রীয় কমিটি থাকি উপস্থিত ছিল মানী রমেন সিংহ আর বিবেকানন্দ সরকার।
মোটামুটি 20 জনের মতন সদস্য উপস্থিত ছিল আজি। বিধাননগর শাখার কার্যনির্বাহী কমিটি হৈল্ –
গড়েয়া: বুলু সিংহ
ঢোকা গড়েয়া: দীনেশ সিংহ
মাড়েয়া: অর্জুন সিংহ
ঢোকা মাড়েয়া: উত্তম সিংহ
ভান্ডারী: অনন্ত সিংহ
ঢোকা ভান্ডারী: ধনেশ্বর সিংহ
IT Cell: বুলু সিংহ
