আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর ডুডুমারি ইউনিট (VRUM – Dudumari Unit) গঠন হৈল্। কেন্দ্রীয় কমিটির ঢোকা মাড়েয়া মানী অসীম রায় উপস্থিত ছিল।
নয়া ইউনিট এর কার্যনির্বাহী সদস্যলার নামলা –
গড়েয়া: সুভাষ দাস
ঢোকা গড়েয়া: প্রবীন রায়
মাড়েয়া: জয়ন্ত রায়
ঢোকা মাড়েয়া: ভুপেন বর্মন
ভান্ডারী: জোগিন রায়
IT Cell: শঙ্কর রায়
উপদেষ্টা কমিটি: করেন্দ্র নাথ রায়, অমল রায়, পঙ্কজ রায়, সদানন্দ রায়, গন্ধ রায় সহ আরো অনেকে।
সগাকে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর পক্ষ থাকি সুবান্ছা থাকিল আর আটুশ রৈল্ হামার ওয়েবসাইটত সগায় যাতে রেজিস্ট্রেশন করে।
