আজি কড়াল ১৬/০৮/২০২০,দেওবার বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ ময়নাগুড়ি কমিটি গঠন করা হয় ময়নাগুড়ির ধর্মশালত। কমিটি গঠনের আলোচনা সভাত রাজবংশী জনজাতির ইতিহাস, জাতির বর্তমান নানান সমস্যা নিয়ে আলোচনা হয়। আজিকার সভাত হাজিরা আছিলেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের গড়েয়া মানবেন্দ্র রায়, মাড়েয়া গনেশ রায়, কেন্দ্র কমিটির ভান্ডারী মিঠু বর্মন, কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ রায়, সুষ্মিতা রায় প্রধানসহ ভেইল্লা সাগাই। মাড়েয়া অজিত রায় ডাকুয়া সহ ২০ ঝনের সদস্যের ময়নাগুড়ি ইউনিট কমিটির গঠন করা হয়।

