আজি রবিবার কাঁড়াল ইংরেজি ১৬/০৮/২০২০ , ইটাহার ব্লক,উত্তর দিনাজপুরের আটঘোরিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠত বিকাল ৪ টার সমায় ইটাহার ইউনিট গঠনের মিটিং শুরু হয়।
যে কমিটি গঠন হইল তার নতুন সৌগ সদস্য ও দায়িত্বভার গ্ৰহনকারী কর্মকর্তার নাম দেওয়া হইল:-
………………………………..বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ
-:ইটাহার ইউনিট:- (Itahar Unit)
………
১.সভাপতি-মনোরঞ্জন বর্মন
২.সহসভাপতি- রঞ্জিত বর্মন
৩.সহসভাপতি-মলিন বর্মন
৪.সম্পাদক- সাঁতারু বর্মন
৫.সহসম্পাদক-অজয় বর্মন
৬.সহসম্পাদক- তাপস বর্মন
৭.কোষাধ্যক্ষ-অনিমেষ বর্মন
আই.টি.সেল পার্সেন(IT Cell Members)(রিপোর্টার)
৮.মনোজিৎ বর্মন
৯.অলক রায়
*সদস্য:-
১০.কৌশিক বর্মন
১১.প্রদীপ বর্মন
১২.বিপুল বর্মন
১৩.শঙ্কর বর্মন
১৪.শিবনাথ বর্মন
১৫. তপন বর্মন
১৬.উদয় বর্মন
১৭.অচিন্ত রায়
১৮.সুবোধ চন্দ্র বর্মন
১৯.জীবন বর্মন
২০.বিশু বর্মন
…….
……….
মোট ৫৭ জনের কমিটি গঠন হইল।
