আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর খগেন হাট ধনীরামপুর 2নং অন্চল কমিটি গঠন হৈল্। উপস্থিত ছিল কেন্দ্রীয় কমিটির গড়েয়া মানবেন্দ্র রায়, মাড়েয়া গনেশ রায়, ঢোকা মাড়েয়া অসীম রায়, বিবেকানন্দ সরকার। জটেশ্বর শাখা থাকি বিশ্বজিত রায়, বিজয় বর্মন সহ আরো মেলা মানষি।
ধনীরামপুর 2নং শাখা কমিটির মুখলা হৈল্ –
গড়েয়া: হরিপদ রায়
ঢোকা গড়েয়া: রমেন রায়, বঙ্কিম চন্দ্র ডাকুয়া, তনু রায়
মাড়েয়া: প্রসেনজিৎ রায়
ঢোকা মাড়েয়া: স্বপন রায়, অভিজিৎ রায়, পার্থ রায়
ভান্ডারী: বিশ্বজিৎ রায়, নিরুপম রায়
IT Cell: রঘু রায়, সুজন রায়
উপদেষ্টা কমিটি: নারায়ণ রায়, পুষ্পনাথ রায়, সৌমেন রায়, জ্ঞানেন্দ্র নাথ রায়, নারায়ণ রায় (Dr.), অজয় রায়।