বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চর জটেশ্বর শাখা গঠন হৈল্ আজি। 03/08/2020

আজি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সামাজিক সংগঠনের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর শাখার কমিটি গঠন করা হইল। জটেশ্বর শাখা কমিটিত সগার সমর্থন পায়া গড়েয়া নির্বাচিত হলেন মানি গৌতম রায়, ঢোকা গড়েয়া মানি তপন অধিকারী আরো মানি উৎপল রায়। মাড়েয়া মানি রুপম সিংহ রায়, ঢোকা মাড়েয়া হলেন মানি বিজয় বর্মন ও মানি উত্তম বর্মন। ভান্ডারী মানি ক্ষীরোদ রায় ও মানি সুদীপ রায়; সাংস্কৃতিক গড়েয়া মানি সত্যজিৎ অধিকারী; মিডিয়া আইটি মানি তাপস রায় আরো মানি বিজয় বর্মন।
সভাত হাজির আছিলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্র কমিটির গড়েয়া মানি মানবেন্দ্র রায়, ঢোকা মাড়েয়া মানি অসীম রায়, কেন্দ্র কমিটির সদস্য পার্থ রায়, আলিপুরদুয়ার জেলার কনভেনার দুলাল বড়ুয়া, ফালাকাটা ব্লক কনভেনার বিশ্বজিৎ মহন্ত, আরো ভেইল্লা সাগাই। সাথোতে মোট ৫৪ ঝন সদস্য হাজির আছিলো। এই কমিটি তৈরী কবার ফলে সংস্থা আইস্যা দিনত আরো সংগঠিত হইল ও নানান নাখাতি কামের মইধ্য দিয়া জাতির ভাল্ কম করিবার পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *