দুধ বাটা কর্মসূচির হালিচা। 31/05/2020 পর্যন্ত।

“বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” সামাজিক সংস্থা ও NGO থাকি সৌগ জেলার কাচুয়া ছাওয়াক দুধ বাটার(বিতরন) কাম চলেছে। মোট ৫৫০ঝন দুস্থ পরিবারের কাচুয়া দুধ দেওয়া হইল।এই মহান কামত অর্থ ও অইন্যান্য দিক দিয়া “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” পাছোত আগেয়া আইসা কৃষক-শ্রমিক থাকি পড়ুয়া, পড়ুয়া থাকি সরকারি, বেসরকারি কর্মী,আরোহ্ বাড়ির মাও-বইনিলাক দন্ডবৎ্ ও হিদ্দের শুবাঞ্ছা 🙏🙏
🙏🙏নিচত জেলাভিত্তিক দুধ বাটার হালিচা দেওয়া হইল🙏🙏

🌱🌱আলিপুদুয়ার🌱🌱

১. ফালাকাটা ৪০
২.শালকুমারহাট =৪
৩.সোনারপুর হাট=46
৪.জটেশ্বর =২৪
৫.উত্তর রাঙালি বাজনা =৯
৬.বাবুরহাট (সোনারপুর) =১৯+(৩চাল,ডাল,তেল ও আনুষঙ্গিক জিনিস)
৭.কুমারগ্রাম =১৫
৮.ডাঙ্গাপাড়া = ১১
৯.সলসলাবাড়ী=৫
১০.বিন্দিপাড়া=19
১১.পূর্ব ভোলারদাবরী=৮
১২.পূর্ব নিউ আলিপুরদুয়ার=১৩
১৩.আলিপুরদুয়ার ওয়ার্ড নং ৫ঃ=৩
১৪.আলিপুরদুয়ার ঘাগড়া ও সূর্য নগর=2
………………………………………………………..…………………………………
মোট =১৮৮ কৌটা দুধ ও বিস্কুটের প্যাকেট আরোহ্ সাথোতে ৩ঝনক চাউল, ডাইল ত্যাল ও অন্যান্য দরকারি জিনিস

🎋🎋জলপাইগুড়ি🎋🎋
১৫.আমবাড়ি ফালাকাটা =৫২
১৬কুকুরজান =১৩
১৭.ময়নাগুড়ি=১১
১৮.ফুলবাড়ী NHএর উপর অস্থায়ী ক্যম্পত = ২৫
১৯.বোয়ালমারী ঘুঘুডাঙ্গা =১৭
২০জলপাইগুড়ি =৩৬
২১.মৌলানি লাটাগুড়ি=২২
২২.বানিজেরহাট =৪
……………………. ……………………..……………………
মোট =১৮০ঝন
ও ১ঝন পোয়াতি মাও হললিক্স ও ছাওয়ার ২সেট পোষাক দেওয়া হইসে

🌹🌹কোচবিহার🌹🌹

২৩.দেওয়ানহাট =১২
২৪.ঘোকসাডাঙা=২০
২৫.হলদিবাড়ি=১৪
২৬.লাফাবাড়ি=১২
২৭.জিরানপুর =১২
২৮.গীতালদাহ টিয়াবাড়ী=১২
২৯.বড় অটিয়াবাড়ী=৬
৩০.গীতালদাহ =৬
৩১.কিসামত দশগ্রাম =৫
৩২.দিনহাট ভিলেজ ১=৪
৩৩.দেওয়ানহাট-দিনহাটা রোড=৩
………………………………………………
মোট =১০৬

🌾🌾উত্তর দিনাজপুর🌾🌾
৩৪.সোনারপুর-চোপড়া= ৬
৩৫.সোনারপুর-চোপড়া (সরিয়াগছ)=৫
৩৬.সোনাপুর(চোপড়া)-গুঞ্জরিয়া,খোলাইগছ ও সুফলছ=১০
৩৭.রায়গঞ্জঃ-তাহেরপুর, নওয়াপাড়া =১২
৩৮.রায়গঞ্জঃ-মেহেন্দিগ্রাম, বারদুয়ারী,সোহারোই সাহেবগঞ্জ=২৬ ৩৯.সাহেবঘাটা=১১
……………………………………………………………………………………………
মোট =৭০ঝন

🌷🌷দার্জিলিং জেলা🌷🌷

৪০.শিলিগুড়ি ৬

Facebook Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *