আজি শুকুরবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ৩১নং জাতীয় সড়কের সাহু ব্রিজের বগলত পুলিশের বিশেষ ক্যাম্পত অইন্য রাইজত কাম করি ফিরা পরিবারের ছাওয়ালার হাতত দুধের কৌটা তুলি দেওয়া হইল “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” পক্ষ থাকিয়া। আজি সংস্থার ২৫ কৌটা দুধ ও ২৫ প্যাকেট বিস্কুট সংস্থার সদস্যসহ পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা অভুক্ত ছাওয়ালার হাতত তুলি দেওয়া হয়। সংগঠনের গড়েয়া গনেশ রায় কয়, অসহায় মানষির বাদে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খরাক, অর্থ দিয়া পাছোত দাড়াছে। কিন্তুক কাচুয়া ছাওয়াগিলার জইন্যে কাহয় আগেয়া আইসেছে না। এইবাদে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্য ও সাধারন মানষির দেওয়া টাকায় উত্তরবঙ্গের নানান জাগাত ৩০০বেশি ছাওয়াক দুধের কৌটা ও বিস্কুট দেওয়া হইছে। সগায় আরো বেশি করিয়া আর্থিক সাহাইয্য করিলে কয়েক হাজার দুস্থঘরের ছাওয়ার পাছোত দাঁড়েবার পারিবে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ।
