দুধ বাটা কর্মসূচির কিছু ছবি। 08/05/2020

বিতা কয়দিন মিলিয়া বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সামাজিক সংস্থার পক্ষ থাকিয়া মোট ১১৬ ঝন কাচুয়া ছাওয়ার হাতোত যাওয়ার খরাক তুলি দেওয়া হইল। আপাতত আলিপুরদুয়ারের ২৩ঝন, দিনহাটার ২৫ঝন, সোনাপুরের ২৪ঝন, মৌলানীর ২৩ঝন, শিলিগুড়ির ৬ঝন আরোহ্ শালকুমার, সোনারপুর ও বনিজের হাটের ৫ঝন করিয়া ছাওয়াক দুধের কৌটা, সাথোত বিস্কুট ও অইন্য খাবার সামগ্রী তুলি দেওয়া হইল…. বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সদস্যের দেওয়া অনুদানের টাকাত তৈয়ারি করা হইছে ফান্ড। এই ফান্ড থাকিয়া করোনার বাদে হওয়া লক ডাউনত শ্রমিক, কৃষন, দিনমজুরঘরের ছাওয়ালাক বেবি ফুড দেওয়া হছে। বিভিন্ন জাগা থাকি মানষি আর্থিক সাহাইজ্য করা মানষিলাক সংগঠনের পক্ষ থাকিয়া ধইন্যবাদ ঞ্জাপণ করা হয়ে।
তোমরাও টাকা পাঠেয়া পাঠেয়া কাচুয়া ছাওয়ালার পাশোত দাড়েবার পারেন।

Central bank of india, branch alipurduar
Ashim roy
Ac 3050061701
IFSC CBIN0281416

***Central Bank of India
এ্যকাউন্ট নং = 3414172708(Ganesh Roy, IFSC Code = CBIN0280123,Branch = Mohanbati, Raiganj)
***Paytm নং হইল 9635950110
টাকা মোবাইল থাকি পাঠালে মোবাইলের স্কিনশট আর ব্যাথATM থাকি পাঠালে পে-স্লিপের ফটক তুলিয়া 9635950110এই Whatsapp নম্বরটাত অবশ্যই পাঠাবেন। যাতে সঠিক হিসাব রাখিবার, আর “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” F.B.গ্রুপোত হিসাব দিবার পাই।

Facebook Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *